ফুলপুরে সেঁজুতি সংগীত একাডেমীর শিক্ষাথীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ফুলপুরে সেঁজুতি সংগীত একাডেমীর শিক্ষাথীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

BMTV Desk No Comments

ফুলপুর সংবাদদাতা

মহান বিজয় দিবসে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে বিজয় মঞ্চে গত সোমবার সন্ধায় সেঁজুতি সংগীত একাডেমীর শিক্ষাথী হিয়া ,অর্পিতা চক্রবর্তী মুনা , সূচি চৌহান, স্নিগ্ধ চক্রবর্তী , অন্ত চক্রবর্তী , সাহসী বণিক, শাশ্বত , তিয়া, পরম, ও পড়শ, বৃন্দ আবৃতি এবং মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। যন্ত্রনোসঙ্গ ছিলেন বিশিষ্ট তবলা শিল্পী মধুসূদন রায় ও অনুপ চক্রবর্তী ফুল। সার্বিক পারফরমেন্সে নেতৃত্বে দেন সেঁজুতি সংগীত একাডেমী পরিচালক, বিশিষ্ট সংস্কৃতি সংঘঠক খালেদ সামস সুজন।

LATEST POSTS