বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রে সঙ্গীত বিভাগ চালু করতে সুরকার, শিল্পী ও যন্ত্রশিল্পী তালিকাভূক্তির বিজ্ঞপ্তি

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রে সঙ্গীত বিভাগ চালু করতে সুরকার, শিল্পী ও যন্ত্রশিল্পী তালিকাভূক্তির বিজ্ঞপ্তি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রে সঙ্গীত বিভাগ চালু করার লক্ষ্যে অডিশন এর মাধ্যমে সুরকার, শিল্পী ও যন্ত্রশিল্পী তালিকাভূক্তির কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (কপি সংযুক্ত)।

এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রে আঞ্চলিক পরিচালক মোঃ আল আমিন খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে অডিশন এর মাধ্যমে সঙ্গীত বিভাগে ১) সুরকার, ২) শিল্পী ও ৩) যন্ত্রশিল্পী তালিকাভুক্তির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অডিশনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখের মধ্যে https://audition.betarprogram.org এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের ওয়েবসাইট http://www.betar.mymensingh.gov.bd এবং ফেসবুক পেইজ facebook/bdnagladeshbetarmymensinghএ পাওয়া যাবে। অডিশনের তারিখ প্রার্থীগণকে যথাসময়ে জানানো হবে।