ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে, মঞ্চায়িত হলো মঞ্চনাটক ‘মুক্তি’

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫-এর আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে নাটক ‘মুক্তি’।

নাটকটির নাট্যকার ও নির্দেশক ড.জাহিদ আজিম। তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত এবং আমার রচিত-নির্দেশিত ‘মুক্তি’ শিরোনামের নাটকটিতে রাষ্ট্রীয় স্বৈরশাসকদের বিরুদ্ধে যেমন কথা বলেছি, তেমনি পরিবার, সমাজ তথা ব্যক্তিজীবনেও স্বৈরশাসক অবসানের স্বপ্ন দেখেছি। এমন কী একজন নাট্যনির্দেশক হিসেবে আমি নিজেও যেন স্বৈরশাসক না হয়ে উঠি সে চেষ্টা সব সময় করেছি। প্রত্যাশা করি বাংলাদেশসহ সারাবিশ্ব একদিন স্বৈরশাসক মুক্ত হবে। সেই সঙ্গে এটিও চাই, মানুষের মনে পবিত্র ‘আমি’ থাকুক কিন্তু আমিত্বের অহমিকা ধ্বংস হোক। আর অবশ্যই চাই, গণতান্ত্রিক ও সহযোগিতামূলক পৃথিবী গড়ার প্রত্যয়ে শিল্পকলা-চর্চা দুর্বার-গতি আসুক।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মফিদুল আলম মহোদয় বলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মশালা ভিত্তিক নাট্য প্রযোজনা ‘মুক্তি’ সমসাময়িক বিষয়ে আবর্তে একটি স্বার্থক সৃজনশীল প্রয়াস। তারুণ্যের বিজয় উল্লাসের যে বহি: প্রকাশ নাটকে মুর্তমান হয়েছে তা ইতিহাসের সোনালী অক্ষরে খচিত হয়ে থাকবে। বাংলা নাটকের হাজার বছরের ঐতিহ্যকে তুলে এনে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের শিল্পীদের প্রচেষ্টা যেমন ইতিহাস অনুবর্তী তেমনি তা বর্তমান সময়ের আবর্তে কালের স্বাক্ষীকে মুর্ত করে শিল্পের আলোয় বিকশিত।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক, -জনাবা মিজ্‌ নাসরিন সুলতানা উনার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মুক্তি নাটকটি চব্বিশের গণঅভ্যুত্থান কে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এবং নাটকের সকলেই দুর্দান্ত অভিনয় করেছেন।

সঞ্চালনায় করেন- আব্দুল্লাহ আল মামুন, কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ।

মুক্তি নাটকের অভিনয়শিল্পী জাহাঙ্গীর আলম রবিন বলেন- অসাধারণ একটি সমসাময়িক বাস্তব গল্পকে তুলে ধরছেন আমাদের “মুক্তি” নাটকের রচয়িতা ও নির্দেশক ড. জাহিদ আজিম ভাই। এবং এই নাটকের গানগুলোও তিনি নিজেই রচনা এবং সুর করেছেন।আমিই ৩ টি গান পরিবেশন করেছি। গানগুলো গেয়ে নিজে আত্মতৃপ্তি পেয়েছি। অসংখ্য নাটকে অভিনয় করেছি, কিন্তু এই নাটকের অভিজ্ঞতা আমাকে ভিন্ন রকম স্বাদ দিয়েছে।

অভিনয়শিল্পী সজিব হাসান সানি জানান- ভিন্ন এক চরিত্রে ছিলাম,চমৎকার একটি গল্পে কাজ করেছি প্রতিটি দৃশ্য ছিল চ্যালেঞ্জিং এবং শিক্ষনীয়।ধন্যবাদ রচয়িতা ও নির্দেশক ড. জাহিদ আজিম স্যারকে।

নাটক শেষে দেখা যায় দর্শকরা উৎসাহিত, এরকম নাটক দেখে তারা খুশি। তাদের বিশ্বাস এই মুক্তি নাটকটি প্রতিযোগিতায় প্রথম হবে।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার