ময়মনসিংহে নববর্ষ বরণে আনন্দ শোভাযাত্রায় গ্রামবাংলার চিত্র ফুটে উঠেছিল

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে নববর্ষ বরণে আনন্দ শোভাযাত্রায় গ্রামবাংলার চিরচেনা রূপ ফুটে উঠেছিল। কৃষক, জেলে, বাইস্কোপ, নানা রঙ্গের পোশাক
ময়মনসিংহে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য চিত্র ফুটে উঠে। দিবসটি আয়োজন করে জেলা উদযাপন কমিটি। এতে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে রঙিন পোশাকে অংশগ্রহণ করেছে সব শ্রেণিপেশার মানুষ।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রাটি নগরীর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের নতুন বাজার, টাউন হল মোড় ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।

এতে নগরবাসী নাঙ্গল-জোয়াল ও রঙিন পোশাকে গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এ সময় শোভাযাত্রাটি দেখতে রাস্তার দু’ধারে ভিড় করে নগরীর উৎসুক জনতা। পরে শোভাযাত্রাটি নগরীর নতুন বাজার ও টাউন হল মোড় হয়ে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আনন্দ শোভাযাত্রায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, বিএনপি নেতা রতন আকন্দ, জামায়াত নেতা কামরুল ইসলাম মিলন’সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।
এদিকে দিবসটি উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় সর্তক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এ সময় নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সদস্যদের নজরদারি করতে দেখা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, নির্বিঘ্নে বৈশাখ উদযাপনে নগরজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অপরদিকে নববর্ষ উপলক্ষ্যে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগিতা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সেই সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান জুড়ে বসেছে আবহমান বাংলার ঐতিহ্য মেলা। এতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মতিউল আলম