স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহে সালমান শাহ’র ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর চরপাড়ায় শনিবার ৬ সেপ্টেম্বর শোক র্যালী মিলাদ মাহফিলের আয়োজন করে ময়মনসিংহ সালমান শাহ ফ্রেন্ডস গ্রুপ।
সালমান ভক্ত রাজ মাহমুদ মেঘনা বলেন, সালটা ১৯৯৬ শুক্রবার ৬ই সেপ্টেম্বর ইতিহাসের এই দিনে বাড়ির সবাই মিলে সেদিন একসাথে বসে সালমান শাহ’র ছবি দেখছিলাম বিটিভিতে ছবির মাঝখানে ব্রেক, বিকেল ৪ টার বাংলা সংবাদ। হঠাৎ খবরের মাঝখানে একটি গান “ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার” আর সংবাদ পাঠিকা ঘোষনা করলো যে, চিত্র নায়ক সালমান শাহ আর নেই——-একটি ঘোষণায় নিস্তব্ধ হয়ে গেল পুরো দেশ পুরো জাতি। খবরটা অবিশ্বাস্য মনে হচ্ছিল প্রথমে। কেউ কেউ ভাবলো যে হয়তো বা শুটিং এ করা ঘাড়ের ব্যাথায় সে মারা গেছেন কারণ কয়েকদিন আগেই পরিচালক শাহ আলম কিরণ সাহেবের শেষ ঠিকানা সিনেমার শুটিং স্পটে ঘাড়ে ব্যাথা পায় তিনি । কিন্তু না কিছুক্ষণ পর পর একই ঘোষণা।
বিভীষিকাময় সে সংবাদ আজ ও ভুলা যায়না। বুকের ভেতর টা এখনো কেঁপে ওঠে।
সালমান শাহ নেই রয়ে গেছে তার অসংখ্য ভক্তবৃন্দ। স্মৃতিতে থাকবে চিরদিন অম্লান আমাদের গর্ব সালমান শাহ।
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মানো ফ্যাশন যুবরাজ অমর নায়ক সালমান শাহ ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সালমান শাহ ফ্রেন্ড গ্রুপ এর পক্ষ থেকে শোক রেলি ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। র্যালিটি ময়মনসিংহ নগরী থেকে চরপাড়া মোড় হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে শেষ হয়।
র্যালীতে সকল সালমান শাহ ভক্তরা উপস্থিত ছিলেন এবং র্যালী শেষে মিলাদ মাহফিল ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে যারা যুক্ত হয়ে কাজগুলো সম্পন্ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমান ভক্তবৃন্দ।