স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ব্যবসা প্রতিষ্ঠান ’’নবাব এন্ড কোং – এর প্রতিষ্ঠাতা নবাব আলীর ৮১ তম প্রয়ান দিবস ” আজ। ১৯৪৪ সালে ময়মনসিংহের বড় বাজারে ” নবাব এন্ড কোং ” নামে বাদ্যযন্রের ব্যবসা শুরু করেন। ” এশিয়ান সংগীত জাদুঘর ” এর প্রতিষ্টাতা -নবাব আলীর নাতি বর্তমান” নবাব এন্ড কোং ” এর মালিক রেজাউল করিম আসলাম । ময়মনসিংহের বাদ্যযন্ত্র শিল্পের পথিকৃৎ নবাব আলীর জন্ম আকুয়া দক্ষিণ পাড়া গ্রামে। যে প্রতিষ্ঠান থেকে আজ বাংলাদেশের একমাত্র সংগীত বিষয়ক জাদুঘর ” এশিয়ান সংগীত জাদুঘর ” প্রতিষ্ঠিত হয়েছে।
নবাব আলী আকুয়া ইউনিয়ন বোর্ড এর দুইবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। আকুয়া কান্দাপাড়া ঈদগাহ মাঠেরও তিনি প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। ” উনার আত্মা শান্তি কামনা করে দোয়া চেয়েছেন তার নাতি রেজাউল করিম আসলাম।