ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

August 17, 2021 888 Views

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে) করোনয় আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন,ময়মমনিসংহ সদরের রেহানা আক্তার (৩৮),ত্রিশালের জাহেদা (৭০),রাহেলা আক্তার (৬৫),ফুলপুরের আব্দুল হান্নান (৭০),গৌরীপুরের খোদেজা (৬০),নেত্রকোনার সালেহা (৬৪) ।

এসময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হলেন, ময়মননিসংহ সদরের আয়াতুন্নেসা (৯০),গফরগাঁওয়ের কেরামত আলী (৭০),রোজিনা (৩০),ত্রিশালের রফিকুল ইসলাম (৫২),নেত্রকোনা সদরের ফজর বানু (৬০),দূর্গাপুরের এপ্রিন (৩৫)শ্যামগঞ্জের কাজিম উদ্দিন (৭০),জামালপুর সদরের লাভলু (৬০),আবু শামা (৭০),শেরপুর নকলার হুজেরা (৬০) ।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ জন।
এ দিকে জেলায় ৫০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৯২ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

সাম্প্রতিক