আফগানিস্তানে মধ্যস্থতাকারী হতে চায় রাশিয়া-চীন-যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে মধ্যস্থতাকারী হতে চায় রাশিয়া-চীন-যুক্তরাষ্ট্র

BMTV Desk No Comments

বিএমটিভি, নিউজ ডেস্কঃ আফগানিস্তানের চলমান সঙ্কট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চীন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা ফেরাতে ওই তিন দেশের পাশাপাশি রাশিয়ার আগ্রহের কথাও মঙ্গলবার জানিয়েছেন তিনি।

লাভরভ বলেছেন, আমরা আফগানিস্তান ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে প্রতিশ্রুতিবদ্ধ; যাতে এই অঞ্চলের জন্য দেশটি কোনও হুমকি না হয়।
রাশিয়া সাবেক সোভিয়েতভূক্ত মধ্য এশিয়ায় আফগান শরণার্থী অথবা মার্কিন সৈন্যদের স্থানান্তরের অনুমতির ধারণার বিরোধিতা করে বলেও মন্তব্য করেছেন তিনি।

হাঙ্গেরি সফররত রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি আপনি মনে করেন যে, মধ্য এশিয়ার বা অন্য কোথাও কোনও দেশ লক্ষ্যবস্তু হতে আগ্রহী, যাতে আমেরিকানরা তাদের উদ্যোগ পূরণ করতে পারে; তাহলে এমন ভাবনা নিয়ে আমার সন্দেহ আছে।

সাবেক সোভিয়েতভূক্ত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়া নিবিড় সম্পর্ক রক্ষা করে চলে এবং এই অঞ্চলকে তার স্বার্থের ক্ষেত্র হিসেবে মনে করে।

সের্গেই লাভরভ বলেন, মার্কিন সৈন্যদের মধ্য এশিয়ার কোনও দেশেই দেখতে চায় না রাশিয়া। তিনি বলেন, আমাদের একটি সাধারণ নিরাপত্তা পরিধি আছে এবং এই পরিধির মধ্যে নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতাও আছে। আমি সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) কথা বলছি, যা তার ভূখণ্ডে বিদেশি সৈন্য মোতায়েনের বিষয়ে সব মিত্রদের ঐক্যমতকে গুরুত্ব দেয়।