ইউক্রেনের তেলের গুদাম, গ্যাস পাইপলাইন ধ্বংস করছে রুশ সেনারা

ইউক্রেনের তেলের গুদাম, গ্যাস পাইপলাইন ধ্বংস করছে রুশ সেনারা

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ইউক্রেনে হামলা জোরদার করছে রুশ সেনারা। সর্বশেষ জানা গেছে, তারা ইউক্রেনের খারকিভ শহরের একটি প্রাকৃতিক গ্যাসবাহী পাইপলাইন উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বিশেষ যোগাযোগ ও তথ্য সুরক্ষা দপ্তর থেকে এ খবর দেয়া হয়েছে। তারা টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওই ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে পাইপলাইন থেকে মাশরুম আকৃতির বিস্ফোরণ চারদিকে ছড়িয়ে পড়ছে।

তবে আল-জাজিরার রিপোর্টে জানানো হয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি ওই পাইপলাইনটি কেমন গুরুত্বপূর্ণ ছিল। এটি দেশের বাইরে গ্যাস পরিবহণে ব্যবহৃত হত কিনা তাও জানা যায়নি। উল্লেখ্য, যুদ্ধ চললেও ইউরোপের অভ্যন্তরে রুশ গ্যাস পরিবহণ অব্যাহত রেখেছে ইউক্রেন।
এদিকে রাজধানী কিয়েভের কাছেই একটি তেলের টার্মিনাল উড়িয়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে রুশ হামলাতেই ওই বিস্ফোরণটি হয়েছে।

LATEST POSTS