সিলেটে গণধর্ষন মামলার ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু

image

You must need to login..!

Description

বিএমটিভি ‍নিউজ ডেস্কঃ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষনের তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু করেছে। আসামিরা হলো- সাইফুল, অর্জুন ও রবিউল।

আজ বিকালে বিচারক এমএম জিয়াদুর রহমানের আদালতে আসামিদের হাজির করা হয়। এর মধ্যে অজুর্ন লস্কর জবানবন্দি দেয়া শুরু করেছে। অন্যরা জবানবন্দি দেয়ার অপেক্ষায় রয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বিকালে এক নবদম্পতি প্রাইভেটকারে করে এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। এ সময় এমসি কলেজ ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনা সারাদেশে আলোচনার জন্ম দেয়। ওই তরুণীকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় পুলিশ।

এ ঘটনায় পরদিন ২৬শে সেপ্টেম্বর ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করে শাহ পরান থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী।

এ ঘটনায় কমিটি গঠন করে অনুসন্ধানের নির্দেশ দেয় উচ্চ আদালত। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি ছাড়াও এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার