ময়মনসিংহ বিভাগীয় সদর দফতর স্থাপনে ৮০২ একর ভুমি অধিগ্রহণে অনুমোদন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ

অবশেষে নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমির ৮০২ দশমিক ৫৭ একর অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পের ডিপিপি ও অবকাঠামো নির্মাণের জন্য টিএপিপি প্রস্তুত করে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা-৪ শাখার উপসচিব নূর্সিয়া কমল স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠিতে এ অনুমোদন দেয় হয়। চিঠিতে সব বিধি-বিধান অনুসরণপূর্বক ভূমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। ফলে ব্রহ্মপূত্র নদের ওপারে ৫টি মৌজায় ৮০২ দশমিক ৫৭ একর জমিতে প্রশাসনিক ভবন, কর্মকর্তাদের বাসভবন, নভোথিয়েটার, স্পোর্টস কমপ্লেক্সসহ নানা স্থাপনার কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
এ ব্যাপারে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কামরুল হাসান  সাংবাদিকদের  জানান, নানা জটিলতা  শেষে সবার প্রাণের দাবি নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ৯৪৫ একর ভূমির মধ্যে ৮০২ দশমিক ৫৭ একর ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পের প্রশাসনিক অনুমোদন পেয়েছি। শীঘ্রই এ প্রকল্পের ডিপিপি ও অবকাঠামো নির্মাণের জন্য টিএপিপি প্রস্তুত করে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, নদের ওপারে সদর দফতরকে ঘিরে ব্র‏হ্মপুত্র নদের ওপর ৪টি ব্রিজ নির্মাণ করা হবে। এর মধ্যে সিটি কর্পোরেশনের রহমতপুর এলাকায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ, খাগডহর পয়েন্টে একটি ব্রিজ, কেওয়াটখালী থেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ে একটি এবং নগরীর জিরোপয়েন্ট থেকে নদের ওপর আরও একটি ব্রিজ করার প্রক্রিয়া চলছে; যাতে বর্তমান শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিভাগীয় সদর দফতরে সর্বসাধারণের যাতায়াত সুবিধা হয়। তিনি জানান, নদের ওপারে প্রাকৃতিক পরিবেশমণ্ডিত পরিবেশ ও নদের অবস্থান ঠিক রেখে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, ২০১৫ সালের ১৩ আক্টোবর দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহকে দেশের ৮ম বিভাগে উন্নীত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৩ অক্টোবর বিভাগ ঘোষণার ৫ বছর পূর্তি উৎসবের আগে এ সুসংবাদটি এ অঞ্চলের কোটি মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার