You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অপু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী করোনা পরীক্ষার নমুনার আইসিডিআর,বিতে দিয়েছিলেন। গতকাল তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসে। তিনি এখন ধানমণ্ডির বাসভবনে আইসোলেশনে আছেন। মন্ত্রীর শারীরিক কোনো জটিলতা নেই। তিনি স্বাভাবিক ও ভালো আছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
‘সচিব মহোদয়ও করোনার নমুনা পরীক্ষার জন্য আইসিডিআর,বিতে দিয়েছিলেন। তাঁর রিপোর্টও করোনা পজিটিভ এসেছে। তিনি স্বাভাবিক আছেন।’