অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদেরকে সাহায্য করার আহ্বান- ওবায়দুল কাদের
November 23, 2020
269
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার নোয়াখালীতে তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই প্রায় সব পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে।