টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

BMTV Desk No Comments

টাঙ্গাইল সংবাদদাতা বিএমটিভি নিউজ : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (৪ ডিসেম্বর ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বাসের যাত্রী ও পথচারী রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন বলেন রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়।

সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আর ১২জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সর্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

LATEST POSTS