You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্ক ঃ অবশেষে দৃশ্যমান হলো পদ্মা সেতু। জোড়া লাগলো দুই পাড়। আজ সকাল ১১টা ২০ মিনিটে সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়। এটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির (পিলার) ওপর বসানো হয়। এর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির স্প্যান বসানোর কাজ শেষ হলো।
এর আগে সকালে স্প্যানটি খুঁটি থেকে ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা ছিল। পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, স্প্যানটি বসাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে।
বহুল আলোচিত ও প্রতীক্ষিত দেশের সর্ববৃহৎ এই সেতুর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯ জেলার সঙ্গে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হচ্ছে। এরপর সড়ক এবং রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। সরকার আগামী বছরের ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে।
পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির ওপর বসেছিল ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।