মতিউল আলম, বিএমটিভি নিউজ ঃ ময়মনসিংহের কৃতি সন্তান দুই ভাই দুই জেলার জেলা প্রশাসক হয়েছেন। দুই ভাই বিরল দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহবাসী গর্বিত করেছেন। গর্বিত হয়েছেন বাবা-মা।
ময়মনসিংহের একই পরিবারের দুই কৃতি সন্তান দেশের দুই জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন বড় ভাই মোঃ কামরুল হাসান ও লক্ষ্মীপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ছোট ভাই আনোয়ার হোসেন আকন্দ। আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব থেকে পদোন্নতি দিয়ে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে । তারা দুজনেই ময়মনসিংহ সদর উপজেলা কুষ্টিয়া নামা পাড়া গ্রামের বাবা কাসেম আলী ও মাতা সাজেদা খাতুন রত্নগর্ভা সন্তান জানা যায়। প্রথম জীবনে বাবা কাসেম আলী শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন বাবা কাসেম আলীর ৫ ছেলে ও ৪ মেয়ে সন্তান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করেছেন ৬জন। এর মধ্যে ৪জন বিএসএস ক্যাডার। অপর এক ভাই রাজধানী নিউরো সায়েন্স ইনস্টিটিউট সহকারী রেজিস্ট্রার (বিসিএস ২৮ তম ব্যাচ), এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিসিএস ৩১ তম ব্যাচ) দায়িত্বে রয়েছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান আরো দুইজন বিসিএস প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন । হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান আরো জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দুই ভাইয়ের দুই জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছেন ।