You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার
মধ্যবিত্ত দেশ হয়েও জাতির জনকের কন্যা শেখ হাসিনা করোনা দুযোর্গকালীণ সময়ে সর্ব্বোচ্য উজাড় করে দেশের মানুষের পাশে দাড়িয়েছেন। যা এই উপমহাদেশে বা বিশ্বের নজির নেই। করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা আরো ১০ হাজার গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ সহায়তা দেয়া হবে। দলমত নির্বিশেষে সকল গণমাধ্যমকর্মীরা এই সহায়তা পাবেন। এখানে কে আওয়ামীলীগ, কে বিএনপি বা অন্য দল তা বিবেচনা করা হবেনা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) আয়োজনে আজ রোববার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত করোনাকালীন সময়ে পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এ সব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস বিশ্ব মহামারি। এই করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা গণমাধ্যমকর্মীদেরকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পিআইবি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে সহায়তা করে আসছে। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে যেভাবে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে আর্থিকভাবে সহায়তা করেছেন। তা বিরল। যা বিশ্বের অন্য কোথাও বা উপমহাদেশে নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগকালীন সময়ে সহায়তা করে আবারো প্রমাণ করলেন তিনি তিনি মমতময়ী, তিনি মা। তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ৬৪ জেলায় ৫ হাজার সাংবাদিকদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন। যা বিতরণ চলমান। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ৫ হাজার সাংবাদিকদেরকে এই আর্থিক বিতরণ চলছে। আরো ১০ হাজার উপজেলা পর্যায়ের সাংবাদিককে এই তহবিল থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন, ময়মনসিংহ প্রেসক্লাবকে অতিসত্বর ২০টি কম্পিউটার ও একটি ল্যাব দেয়া হবে।
এমইউজের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সদস্য অমিত রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র ইকরামূল হক টিটু বলেন, করোনাকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনকের কণ্যা শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ সকল শ্রেণীপেশার মানুষের পাশে দাড়িয়েছেন। যা বিশ্বে বিরল। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেসক্লাবের সহসভাপতি ডাঃ কেআর ইসলাম বক্তব্য রাখেন। পরে প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার সাংবাদিকদের মাঝে সংশ্লিষ্ট জেলার ৭১ সাংবাদিকদের জন্য ১০ হাজার টাকা করে সহায়তার চেক বিতরণ করেন। ময়মনসিংহ জেলার সাংবাদিকদের জন্য বিএফইউজের কেন্দ্রীয় সদস্য ও এমইউজের সদস্য সাংবাদিক শাহিদুল আলম খসরু প্রতিমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন।