You must need to login..!
Description
শফিকুল ইসলামঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান অপরিহার্য। ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক পরিধানের বিষয়ে সবাইকে সচেতনতার সাথে আগ্রহী করে তোলার জন্য ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সমগ্র ময়মনসিংহে জেলায় প্রশাসনের উদ্যোগে মাস্ক ময়মনসিংহ ক্যাম্পেইনে সর্বস্তরে ব্যাপক সারা দেখা গেছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মাস্ক পড়া ও মাস্ক বিতরণ ক্যাম্পেইনের উদ্বোধনকালে সরকার ঘোষিত আইনগত বাধ্যবাধকতা অনুয়াযী করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে সকল নাগরিককে মাস্ক পড়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
এসময় বক্তব্য স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সবাইকে যার যার অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসক আরো জানান, জেলা সদরসহ জেলার ১৩টি উপজেলায় সকল সরকারি, বেসরকারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মাস্ক ক্যাম্পেইনটি জনগণের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।