You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ তথ্য নিশ্চিত করেন।
আয়েশা হক আরও জানান, জেলা প্রশাসক মিজানুর রহমান বাসায় আইসোলেশনে আছেন। এখনো তীব্রভাবে কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তিনি এখনো সুস্থ আছেন। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই জেলা প্রশাসক মিজানুর রহমান অক্লান্তভাবে কাজ করে আসছিলেন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের অাশু রোগমুক্তি কামনা করেছেন জেলা প্রশাসনসহ ময়মনসিংহবাসী।
উল্লেখ্য ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মো: মিজানুর রহমান মহোদয় ময়মনসিংহবাসীকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে কোভিড ডেডিকেটেড হাসপাতাল চালুকরণ,সমগ্র জেলাব্যাপী একযোগে মাস্ক পরিধানের জন্য ক্যাম্পেইন সহ করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সময়োপযোগী বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনে অদ্যবধি কাজ করে যাচ্ছিলেন ।