মুক্তাগাছায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত

image

You must need to login..!

Description

 

শফিকুল ইসলামঃ

ময়মনসিংহের মুক্তাগাছায়  যাত্রীবাহী বাস ও অটোরিক্সা সংঘর্ষে  সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার মানকোন নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই এলাকায় জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩৫), তার স্ত্রী তাসলিমা আক্তার (৩২) তাদের মেয়ে লিজা আক্তার (১২)। মুক্তাগাছার মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাইদুল ইসলাম (৫৫), নজর মিয়া (৬০) এবং সিএনজি চালক আলাদুল মিয়া (৩২)।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, শনিবার সোয়া ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়। পরে আহত ৩ জনকে হাসপাতালে নেয়ার পথে ৩ জনই মারা যায়।
নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটিকে চালকসহ আটক করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার