ময়মনসিংহসহ ৮ বিভাগে  ৩শ শয্যার বিশেষায়িত হাসপাতাল হবে

ময়মনসিংহসহ ৮ বিভাগে ৩শ শয্যার বিশেষায়িত হাসপাতাল হবে

BMTV Desk No Comments

 

বিএমটিভি নিউজ ঃ

দেশের আট বিভাগে নতুন একটি করে ৩শ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে সরকার। ১৫তলা বিশিষ্ট এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর দেড় লাখ লোক ক্যানসারে আক্রান্ত হন। মারা যান প্রায় এক লাখ লোক। আমাদের ক্যানসার চিকিৎসায় কেবল ক্যানসার ইনস্টিটিউট রয়েছে ৫শ বেডের। ক্যানসারের আর হাসপাতাল নেই। দেশে কিডনি রোগীও অনেক, প্রতি বছর ৫০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। কিডনি রোগীদের ডায়ালাইসিস লাগে। কিডনি রোগের কারণে বেশি মানুষ মারা যায়। এই হাসপাতাল বিদেশে যাওয়া আর লাগবে না। এছাড়া আমাদের দেশে কার্ডিয়াক রোগী অনেক বেশি।

২০২২ সালোর মধ্যে ১৫তলা বিশিষ্ট হাসপাতালগুলো চালু হবে বলে জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রোগ বিবেচনায় নিয়ে মেডিক্যাল কলোজগুলোতে আসন সমন্বয় করে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।