বঙ্গবন্ধুর আদর্শ উজ্জবীত হয়ে মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে-ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি –

বঙ্গবন্ধুর আদর্শ উজ্জবীত হয়ে মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে-ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি –

BMTV Desk No Comments

 

বিএম টিভি নিউজ ঃ

আজ ১৫ আগস্ট ২০২০ ,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সার্কিট হাউজ মাঠ সংলগ্ন “বঙ্গবন্ধু ম্যুরাল” এবং পুলিশ লাইন্সে অবস্থিত “চেতনায় অম্লান” এ পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম। এরপর তিনি জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে “আলোচনা সভা ও দোয়া মাহফিলে” তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তার সকল পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী, কে এম খালিদ এমপি, শোক দিবসের উক্ত অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।