ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

BMTV Desk No Comments

বিএমটিভি ডটকম নিউজ ডেস্কঃ

ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অানয়ন করেছেন জেলা পরিষদের সদস্য বৃন্দ। অাজ দুপুর ১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এক সংবাদ জেলা পরিষদের সদস্যরা এ অভিযোগ অানেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের সদস্য মোঃঅাব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন মোঃ মমতাজ উদ্দিন মন্তা, অাছমা উল হোছনা,দিলরুবা অাক্তার(কাজল),তাজুল অালম বাবুল,মোঃ একরাম হোসেন,মোঃ রুহুল অামিন, মোঃ মহিবুল হক, মোঃঅাবদুল্লা অাল মামুন,মোঃ মোস্তফা কামাল,এইচ এম খায়রুল বাশার,অাঞ্জুমান অারা,মোঃ মোজাম্মেল হক, মোঃ অাসাদুজ্জামান অাকন্দ সাগর, বেগম জোসনারা মুক্তি, মোঃঅাবু বক্কর ছিদ্দিক, এ এসএম মজিবুর রহমান প্রমুখ।
সংবাদ সন্মেলনে ২০ সদস্যর মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন বলে উদ্যেক্তারা দাবী করেন।
সংবাদ সন্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি,সেচ্ছাচারীতা, অশালীন অাচরন,অাত্মীয়করন এবং প্রকল্প গ্রহনে একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সরকারের সুনাম বিনষ্ট করার অভিযোগ অানেন।
অভিযোগকারীরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।