ময়মনসিংহের জমিদারদের ইতিহাস ও ঐতিহ্য পর্ব ০১
September 13, 2020
933
No Comments
You must need to login..!
ময়মনসিংহ শহরে অবস্থিত শশীলজের ইতিহাসের তুলে ধরা হয়েছে এই ভিডিওতে । ধারাবাহিক ভাবে জমিদারদের ইতিহাস তুলে ধরা হবে।মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ও তার দত্তকপুত্র মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই বাড়িটির নাম রাখা হয় শশীলজ।শশীলজ জমিদার সূর্যকান্ত মহারাজের একটি অন্যতম কীতি ।শশীলজটি ময়মনসিংহ শহরে একটি দৃষ্টি নন্দন জমিদার বাড়ি ।