বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ৮টি ইঞ্জিন দেশে এসেছে

বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ৮টি ইঞ্জিন দেশে এসেছে

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি করা ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ৮টি ইঞ্জিন যুক্তরাষ্ট্রে থেকে দেশে এসে পৌঁছেছে।

শনিবার (৬ মার্চ) সকালে প্রথম চালানের এসব ইঞ্জিন চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে খালাসের কাজ শুরু করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন মোট পাঁচ ধাপে দেশে আসবে। এর মধ্যে প্রথম ধাপে ৮ টি এসেছে।

চট্টগ্রাম বন্দরে খালাসের পর ইঞ্জিনগুলো নিয়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার টঙ্গী স্টেশনে। সেখান থেকে এগুলোর গন্তব্য হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়।

যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়।