বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রথম স্থান অর্জন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রথম স্থান অর্জন

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা দক্ষতার সঙ্গে বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়ের ১৭টি দপ্তর-সংস্থার মধ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) প্রথম স্থান অর্জন করায় বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামকে সোমবার দুপুরে বিনা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিনা’র পরিচালক প্রশিক্ষণ ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা’র বৈজ্ঞানিক ড. মোঃ আবুল কালাম আজাদ, বৈজ্ঞানিক ড. মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রশাসন বিভাগের সহকারী পরিচালক তৌফিকা পারভীন।

এসময় বক্তব্য রাখেন শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম আই খলিল ও রীমা আশরাফী, বিনাসা’র সভাপতি ড. মোঃ আজিজুল হক,কর্মকর্তা সমিতির নেতা সাদেকুর রহমান, শ্রমিক সমিতির নেতা মোঃ বদিউজ্জামান।