করোনায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু

করোনায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার : বিএমটিভি নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এর মাঝে একজন মঙ্গলবার বিকেলে এবং অপরজন বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহ মেিেডকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম এই খবর নিশ্চিত করে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা রাফিজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে মারা যান। সে বিগত কয়েকদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপরদিকে, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে অমল সরকার নামে আরেক এক পুরুষ রোগী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তিনিও কয়েক দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৩ জনে, মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৯শত ৩৯ জন এবং মোট সুস্থ্য হয়েছে ৪হাজার ৫শত ৮৮ জন।