হাসপাতালের ১১ তলা থেকে লাফ দিয়ে করোনা রোগীর মৃত্যু

হাসপাতালের ১১ তলা থেকে লাফ দিয়ে করোনা রোগীর মৃত্যু

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলায় ভর্তি ছিলেন করোনা রোগী (৫০)। কিন্তু অজানা কারণে সেই ১১তলা থেকে লাফ দেন এ করোনা রোগী। এতে তিনি মারা যান। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ১১তলা থেকে লাফ দিয়ে করোনা রোগী  আত্মহত্যা করতে পারেন।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত ঘটনা জানতে পুলিশ কাজ করছে।