দীর্ঘ লকডাউনের পর আগামীকাল থেকে দেশে ২৮ জোড়া ট্রেন চলাচল শুরু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার:বিএমটিভি নিউজ, দ্বিতীয়বারের মতো দীর্ঘ ১ মাস ১৮দিন লকডাউনে বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (২৪ মে) থেকে সারা দেশে ফের ট্রেন চলাচল শুরু করছে। বাংলাদেশ রেলওয়ের দুটি অঞ্চলের (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল) বিভিন্ন রুটে আন্ত:নগর ও বেসরকারী খাতের এক্সপ্রেস মিলিয়ে মোট ২৮ জোড়া ট্রেন চলাচল (আপডাউন) করবে। রেলওয়ের একটি গুরুত্বপূর্ন সূত্র এই তথ্য জানায়। সুত্র জানায় মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারী এক নির্দেশে লকডাউন ঘোষণা করলে বিগত ৫ মার্চ শুক্রবার হতে সরকারী গণপরিবহন ট্রেনসহ দুরপাল্লার সকল বাস বন্ধ করে দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমেই বাড়তে থাকে। বাড়তে বাড়তে দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১শত ১৪ জনে। মাঝখানে মৃত্যুর সংখ্যা উঠানামা করতে থাকে। ইদানিং মৃত্যুর হার নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। সুত্র আরো জানায়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়েই ট্রেনগুলো চলবে। সকল সন্মানিত যাত্রী সাধারণকেও স্বাস্থ্যবিধি যথারীতি মেনে ট্রেনগুলো চলাচলে সহায়তার আহবান জানানো হয়েছে। আন্ত:নগর ট্রেনের টিকিট অনলাইনে করা যাবে বলেও রেলওয়ে জানায়। উল্লেখ্য ময়মনসিংহ হয়ে চলাচল করবে আন্তঃনগর তিস্তা, বিজয় এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার