সোমবার থেকে সীমিত এবং বৃহস্পতিবার থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন
June 26, 2021
214
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সীমিত এবং বৃহস্পতিবার থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সংশ্লিষ্টদের নিয়ে অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে। এ ঘোষণার পর শনিবার থেকে ঢাকা ছাড়া এবং প্রবেশের হিড়িক পড়ে। গণপরিবহন বন্ধ থাকলেও নানা উপায়ে মানুষ বাড়ি ফিরছে।