পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির  ও অমির জামিন মঞ্জুর

পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির ও অমির জামিন মঞ্জুর

bmtv new No Comments

বিএমটিভি নিউজঃ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিদের আইনজীবী। আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম শাহজাদী তাহমিদা পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করে আদেশ দেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা রয়েছে।