শফিকুল ইসলামঃবিএমটিভি নিউজঃ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), সরিষাবাড়ি উপজেলার সেলিনা বেগম (৪০), ময়মনসিংহ সদরের তাসলিমা বেগম (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), শেরপুরের মো: হানিফ মিয়া (৬০), নেত্রকোনার প্রিতিলতা (৮৫), গাজীপুরের শ্রীপুরের কোহিনুর বেগম (৩৮)।
সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা যান শেরপুর সদরের মো. আব্দুল জলিল (৭৫), যশোরের ঝিকরগাছার জুলফিকার আলী (৮২), ময়মনসিংহের আকুয়ার মোস্তাফিজুর রহমান (৬৫), সদরের আব্দুল মতিন (৫৮), আব্দুস সামাদ (৪৪), দিঘারকান্দার বিসুতুপ সাহা (৬৮), ফুলবাড়িয়ার নাসিমা বেগম (৩৫)।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান আরো জানান,শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৩টি আইসিইউ রোগীতে পূর্ণ ছিল। ২১০ শয্যার করোনা ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ২৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
এদিকে গত বৃহস্পতিবার জেলায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জন শনাক্ত হন। জেলায় সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ বলছে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য।