ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যায় গফরগাঁও এলাচি খাতুন(৭০) ,পাগলার আফাজ উদ্দিন(৬৫) ।

সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা যান আরো ৭ জন তারা হলেন ,আটপাড়ার নেত্রকোনার সিদ্দিকুর রহমান(৬৫) ,গফরগাঁওয়ের মোঃ ইকবাল হোসেইন(৪৫),ইসলামপুরে আম্বিয়া(৫৭),কলমাকান্দার
আমেনা খাতুন(৬০) ফুলপুরের রোখসানা (৩৫), মেলান্দহের মোমেনা (৬৫),ঈশ্বরগঞ্জের নিয়ামুল কবির(২৬) ।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান আরো জানান,শনিবার সকাল ১০টা পর্যন্ত আইসিইউ আছে ২০ জন আগের ১৩ আইসিইউ এর সাথে আরো ৭ টি আইসিইউ বাড়ানো হয়েছে  । ২১০ শয্যার করোনা ওয়ার্ডে সাথে আরো ৫০ শয্যা বাড়িয়ে  রোগী ভর্তি রয়েছে ২৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার জেলায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণের হার ১৯ দশমিক ৬৭ শতাংশ।