ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭জনের মৃত্যু

bmtv new No Comments

শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজ,  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান, ময়মনসিংহ সদরের তানিয়া (৩৬), এবিএম উসমান গনি (৬৫),জামালপুর সরিষাবাড়ির হেলাল উদ্দীন(৪৫) । গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান- শেরপুর সদরের শিউলি আক্তার (১৭ ), জালাল উদ্দিন (৭০), তিথি আক্তার (২৯), ও ময়মনসিংহ ভালুকার সিনথিয়া আক্তার(২৮) ।

ডা. মহিউদ্দিন খান মুন বিএমটিভি.নিউজকে জানান গত ২৪ ঘন্টায় ওয়ান স্টপ ফ্ল ু কর্নার মোট চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন এর মধ্যে করোনা পজিটিভ ছিল ২৭ জন। ৮ জনকে ভর্তি করা হয়েছে করোনা ইউনিটে, ১৯ জনকে হোম কেয়ার চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
সাসপেক্টেড ৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ২১ জন হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে; ১৪ জনকে হোম কেয়ার চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
করোনা ইউনিটে মোট রোগী ভর্তি রয়েছে ৩০০ জন এবং আইসিইউ আছে ২২ জন । ২৪ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৬৯ জন । নতুন রোগী ভর্তি হয়েছে আরোও ৭০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ জন ।