ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজ,,ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (০৭ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন। `
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.৩২ শতাংশ।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), মোহাফজ্জল হোসেন (৬২) ও নগরীর কেওয়াটখালীর আব্দুল কাদের (৬০)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবুল কাশেম (৭৫), নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুরের শ্রীপুর উপজেলার লিয়াকত আলী (৩০) ও টাঙ্গাইলের কালিহাতীর আনোয়ারা বেগম (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার