মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর অনেকগুলো নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি আলেকজান্ডার ক্যাসেল। ১৮৭৯ সালে মুক্তাগাছার মহারাজ সূর্যকান্ত আচার্য সে সময়ের জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের নামানুসারে এ প্রাসাদটি নির্মাণ করেছিলেন। সূর্যকান্ত আচার্য চৌধুরী তার শশীলজ সংলগ্ন বাগানবাড়ি হিসেবে নির্মাণ করেন এই কুঠিটি। কাঠ ও লোহার তৈরি এই বিলাস ভবনটি শহরের মধ্যেই, বর্তমান ময়মনসিংহ র্টিটি কলেজ (পুরুষ) ক্যাম্পাসে অবস্থিত। সুদূর চীন দেশ থেকে চীনা কারিগর এনে এই ভবনটি তৈরি করেছিলেন এই জমিদার। ধারনা করা হয় এই কুঠির নির্মাণ ব্যয় হয়েছিল তখনকার টাকায় আনুমানিক ৪৫ হাজার টাকা।
ইতিহাস ও ঐতিহ্যের সব খবর জানতে bmtv.news চ্যানেলের সাথেই থাকুন। এক্সক্লুসিভ ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই bmtv news ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।