You must need to login..!
Description
শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজ,,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা মধ্যে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- ময়মনসিংহের গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫), শহীদুল ইসলম (৪৫), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), নেত্রকোনার সাহেরা খাতুন (৭০), পুর্বধলার আবদুল মতিন (৬৮),
এছাড়া উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের আবদুল জলিল (৬০), মোখলেসুর রহমান(৬৫), মীর জান (৮০), ভালুকার আলী নেওয়াজ (৫৫) গফরগাঁওয়ের কুলসুম (৫৫), শেরপুরের ঝিনাইগাতীর জসতিয়া রানী (৪০), শেরপুরের আবদুস সামাদ (৬৫) ও টাঙ্গাইলের আবদুল জলিল (৫৬)।
তিনি আরও বলেন,শুক্রবার সকাল পর্যন্ত আইসিইউতে ২০ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩৮৬ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৭ জন।
এছাড়া ওয়ান স্টপ ফ্ল ু কর্নারে ৩৪৭ চিৎকৎসা দেয়া হয়েছে। টেলি মেডিসিন সেবা দেয়া হয়েছে ২৬জনকে।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলের, ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাব এন্টিজেন টেষ্টে ৬৬৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা শনাক্ত হয়েছেন।