July 12, 2021
225
No Comments

You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনিসংহ ঈশ্বরগঞ্জ থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আজ (সোমবার) দুপুরে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এস আই মোঃ সাইদুর রহমান নেতৃত্বে অফিসার র্ফোসসহ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা মরিচারচর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরচিালনা করে মরিচারচরের মোঃ ফজলুল হকের ছেলে মেহেদি হাসান (৩৪) কে ও ঈশ্বরগঞ্জের মরিচারচর (মলামারী) কায়সারের ছেলে আরাফ(৩৫) কে ১১০ পিস ইয়াবা ট্যাবলটেসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ । গ্রেফতারকৃত আসামীকে আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ।