You must need to login..!
Description
শফিকুল ইষলাম,বিএমটিভি নিউজঃসোমবার বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের ব্যবস্থাপনায় ১১ নং ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রকল্প সমন্বয়কারী এ কে এম হুমায়ুন কবির জানায়, করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা যেন ঘর থেকে বের হতে না হয় সেই জন্যও প্রায় ১০০জন ছাত্র-ছাত্রীদের লুডু খেলার সামগ্রী বিতরন করা হয়েছে। অস্টিলিয়ান এইড ও অক্সিফামএর অর্থায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের ব্যবস্থাপনায় ৮, ১০, ১১, ১৮,ও ১৯ প্রতিটি ওয়ার্ডে প্রায় ১০০ পরিবারকে এ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে ৫টি সাবান, ১টি মগ, ৫০০ গ্রাম ডিটারজেন, ৫০টি কাপড়ের মাস্ক, ১টি হ্যান্ড স্যানিটাইজার, ৮টি বিশেষ স্ব্যাস্থ পরিচর্যার কাপড় মহিলাদের মাঝে বিতরন করা হয়। এছাড়াও এপর্যন্ত তৃতীয় লিঙ্গ প্রায় ২০০জনের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
স্বাস্থ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, ১১ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফরহাদ আলম, প্রকল্প সমন্বয়কারী এ কে এম হুমায়ুন কবির, সিনিয়র প্রজেক্ট অফিসার মাকফুর রহমান প্রমুখ ।