ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

image

You must need to login..!

Description

শফিকুল ইষলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন করোনা সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পিতবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, নেত্রকোনার সদরের নবনিতা সরকার (২৮) , সাহেদ আলী (৫০),নীরা রজক (৫০),ময়মনসিংহ সদরের শামসুদ্দিন(৯০), হালুয়াঘাটের রিনা রানী (৫২), টাঙ্গাইল গোপালপুরের সাহেরা বেগম (৬৮),গাজীপুরের শাহিদা সুলতানা (৫১),জামালপুরের হাবিবুর রহমান (৬১) ।

গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যায় ময়মনসিংহ সদরের নূরজাহান(৬৫), রফিকুল(৬৫) ত্রিশালের মফিজ(৮০),নান্দাইলের(৭০),মুক্তাগাছার চান মিয়া (৬৫),নেত্রকোনা সদরের আব্দুল মজিদ (৭৫),শিউলি (৪৫), মোহনগঞ্জের কামাল মিয়া(৫০),কেন্দুযার চান মিয়া (৮০),শেরপুর সদরের আব্দুল মজিদ(৬০),জামালপেুরের এলাহি বক্স (৬০) ।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৮০জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার