ট্রেনে কাটা পড়ে নিহত মায়ের সাথে আহত শিশুর দায়িত্ব নিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

ট্রেনে কাটা পড়ে নিহত মায়ের সাথে আহত শিশুর দায়িত্ব নিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  ভৈরবে ট্রেনে কাটা পড়ে তিন খন্ড হয়ে মারা যাওয়া মায়ের সাথে থাকা ২২ মাসের এই অজ্ঞাত মেয়ে শিশুটির দায়িত্ব নিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামল হক। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মমেক হাসপাতালে বৃহস্পতিবার রাত ভর্তি করা হযেছে। বর্তমানে হাসপাতালের শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। ব্লাড ও সেলাইন দেয়া হচ্ছে। জ্ঞান এখোনো ফিরেনি। বাচ্চাটির বুকের ৮ টি হাড় ভেংগে গেছে, অবস্থা সংকটাপন্ন, সকলের দোয়া কামনা করেছেন।অসহায় গুরুতর আহত অজ্ঞাত  শিশুটির খবর জানার পরপর মানবিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ মোঃ এনামুল হক মেয়ে শিশুটির সার্বিক খোঁজখবর রাখছেন, জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সকল ব্যায় বহন করা হবে মর্মে জানান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ আয়েশা হককে প্রতিনিয়ত মনিটরিং এর জন্য দায়িত্ব দিয়েছেন। ।


তিনি মমেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সবসময়ই যোগাযোগ রেখে চলেছেন এবং মমেক এর বিশেষজ্ঞ ইউনিট সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছেন।
হাসপাতাল সমাজসেবা অফিসার ফাতেমাতুজ জোহরাকে বাচ্চাটি দেখভালের জন্য নিয়োজিত করা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে বাচ্চাটির দেখাশোনা করছেন, এছাড়াও সার্ক্ষনিক দায়িত্ব পালন করছেন রেলওয়ে থানা ময়মনসিংহের একজন কনস্টেবল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ আয়েশা হক জানান মা ও শিশুটি কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে তিন খন্ড হন মা।