ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

July 19, 2021 427 Views

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে কথিত দুই ডাকাত। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর রাত তিনটার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ভারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাব -১৪এর একটি টহল দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতদল। র‌্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থলে তল্লাশি করে আহত অবস্থায় কথিত দু্ই ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে র‌্যাব পিস্তল, রামদা, ছুরিসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে।

সাম্প্রতিক