ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ২১ জনের মৃত্যুঃ একদিনে সর্বোচ্চ রেকর্ড

image

You must need to login..!

Description

মতিউল  আলম,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৩৯২ জন, আইসিইউতে ২১জন। নতুন শনাক্ত ২০৭ জন। নতুন ভর্তি ৫৫ জন।

তিনি আরো জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ ভালুকার সাগর (২৫), মোকসেদুল (২৮), হালুয়াঘাটের প্রদীপ (৮৩), নেত্রকোনা পূর্বধলা আক্কাস আলী (৬৫), কেন্দুয়ার সালেহা (৭০), টাঙ্গাইল মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩), জামালপুর সদরের হেরালাল (৫৫)

উল্লেখিত সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, ময়মনসিংহ সদরের সালমা (২০) নওশের আলী (৯০), শহিদুল (৬০), গৌরীপুরের মোহাম্মাদ আলী (৭০), মুক্তাগাছার দিপক (৪৫), মোমেন বেগম (২৫), নাসিমা (৪০), ফুলপুরের শরিফদ্দিন(৬০),জামালপুর সরিষাবাড়ির উমর আলী (৬৫), টাংঙ্গাইল শখিপুরে আব্দুল হাকিম (৬০), মোমেন (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫),শেরপুর নকলার মঞ্জুর (৬৫) ।

এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪২ টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার