মালয়েশিয়ার মসজিদের বাইরে নামাজ পড়তে জড়ো হওয়ায় ৪৮ বাংলাদেশী প্রেপ্তার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউ ডেস্কঃমালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের তামান পেলাঙ্গিতে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মসজিদের বাইরে নামাজ পড়তে জড়ো হওয়ায় ৪৯ ব্যক্তিকে প্রেপ্তার করেছে দেশটির পুলিশ যাদের একজন স্থানীয়, বাকিরা সবাই বাংলাদেশি৷

মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে- গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে আর স্থানীয় ব্যক্তিকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত৷

মঙ্গলবার ওই গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে দেশটির পেনাং পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ শুহাইলি জানান, গ্রেপ্তারকৃতরা সকালে নামাজ পড়তে গেলে ১০০ জনের সীমা পূর্ণ হয়ে যাওয়ায় তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি৷ তখন তারা রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেন৷ সেখানে প্রায় ২০০ জন জামাতে যোগ দেন৷ এর ফলে মালয়েশিয়ার করোনাবিধি লঙ্ঘন হয়েছে৷

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে নামাজ আদায় করা বাকিদের খোঁজ জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ৷

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার