
You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ময়মনসিংহে করোনা সেবায় আলী ইউসুফ টিমকে একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং সেচ্ছাসেবকদের কাজ করার জন্য একটি অফিস দিয়ে প্রশংসায় ভাসছেন।
আজ রোববার দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আলী ইউসুফকে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়াস্থ প্রতিমন্ত্রীর বাসভবনে ডেকে নিয়ে যান এবং টিমের প্রশংসা করে টিমের হাতে এম্বুলেন্স ও ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এই টিমের অন্যতম স্বেচ্ছাসেবী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ।
আলী ইউসুফ জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আমার ও আমার টিমের প্রসংশা করে বলেন আমি আপনাদের টিম সম্পর্কে সব কিছু জানি এবং এই ধরনের একটি সেচ্ছাসেবী টিমকে আমি খুঁজছিলাম।
তাঁর বাসভবনে বসে খুব আন্তরিকভাবে তিনি আমাদের কাছে জানতে চান করোনা রোগির সেবা এবং লাশ দাফন ও সৎকার কাজের জন্য কি কি সংকট আছে ।
তিনি সব সমস্যা এবং সংকট শুনে তাৎক্ষণিকভাবে একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং সেচ্ছাসেবকদের ব্যবহার করার জন্য একটি অফিস কক্ষের ব্যবস্থা করে দেন।
মন্ত্রী খুব আবেগ তাড়িত হয়ে সেচ্ছাসেবকদের বলেন করোনার এই মহামারীতে সংগ্রাম করে,নিজের জীবন তুচ্ছ করে যেসব সেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করছে আমি তাদের কর্মের প্রতি শ্রদ্ধাশীল।
সেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে। আমি সব সময় আপনাদের মতো সেচ্ছাসেবকদের পাশে আছি।
যেকোন প্রয়োজনে যেকোন সংকটে করোনা রোগির সেবা দিতে সেচ্ছাসেবকদের পাশে তিনি থাকবেন বলে জানান।
আলী ইউসুফ আরো জানান আগামীকাল থেকে করোনা রোগির সেবা দিতে ময়মনসিংহ নগরে ঘুরে বেড়াবে মন্ত্রী প্রদত্ত ফ্রী এম্বুলেন্সটি । এই এম্বুলেন্স দিয়ে ফ্রী সেবা পেতে আলী ইউসুফ এর ০১৬১০৫৪৫৫১৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
প্রতিমন্ত্রী স্বউদ্যোগে স্বেচ্ছাসেবী আলী ইউসুফ টিমকে এম্বুলেন্স ও সুরক্ষা সামগ্রী প্রদান করায় খবরে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ । আলী ইউসুফ জানান, করোনা শুরু থেকে করোনা রোগির সেবা এবং লাশ দাফন ও সৎকার কাজের করে আসছিল তাদের এই টিম। একটি এম্বুলেন্স জরুরী প্রয়োজন ছিল। মন্ত্রীর এই মহতি উদ্যেগের জন্য আলী ইউসুফ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তার এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।