You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ছাড়ালো। বুধবার বার্তা সংস্থা রয়টার্স নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।
বিশ্বের যে দেশগুলোতে টিকাদানের হার কম এবং দুর্বল স্বাস্থ্যব্যবস্থা রয়েছে, সেসব দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ ঘটছে। আক্রান্ত বা সংক্রমণের হার বৃদ্ধির এই চিত্রটি বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকাদানের যে ফারাক তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিশ্বের এক তৃতীয়াংশ দেশে সংক্রমণের হার দ্রুত বাড়ছে। এসব দেশের অধিকাংশেই অর্ধেক জনগণকেও টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হয়নি।
তাই বুধবার করোনার টিকার বুস্টার ডোজ স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস অনুরোধ জানিয়েছেন, অন্তত পক্ষে আগামী সেপ্টেম্বর পর্যন্ত যেন এটি স্থগিত রাখা হয়।
তিনি বলেছেন, টিকার বুস্টার ডোজ স্থগিত রাখলে বিশ্বের সব দেশের অন্তত আরও ১০ শতাংশ মানুষ টিকা পাবে।
২০১৯ সালে করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত বিশ্বের অন্তত ২ দশমিক ৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রকৃত সংখ্যা এরচেয়ে বেশি। কারণ শনাক্ত পরীক্ষা ব্যবস্থার অপ্রতুলতার কারণে অনেক দেশে সংক্রমণের বাস্তবচিত্র পাওয়া যায়নি ।