মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজঃমনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনা ইউনিটে রোগীদের অক্সিজেন সরবরাহ বৃদ্ধির জন্য ৫০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এছাড়াও তিনি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সাথে আলোচনা করে তা সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আজ শনিবার (০৭আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ সহায়তা প্রদান করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ইন্ডিয়ান তথা বিটা ভেরিয়েন্টের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলা করার ব্যাপারে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবির, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. এনামুল হক, সিভিল সার্জন ডাক্তার মো. নজরুল ইসলামসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।