ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (১০আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান,সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫),জরিনা (৩৫),ময়মনসিংহ শম্ভুগঞ্জের আব্দুল কুদ্দুস (৮০),ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০),ময়মনসিংহ মুক্তাগাছার শাহ আলম (৪৫),টাংঙ্গাইল সদরের খুকী বেগম (৭০),নেত্রকোনা সদরের রইস উদ্দিন (৬৫) ।

এসময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হলেন,ময়মনসিংহ সদরের মিতু (১৫) রোজিনা খাতুন (৬৫), ময়মনসিংহ হালুঘাটের রঞ্জনা রানী (৪০),ময়মনসিংহ গফরগাঁওয়ের সেলিনা (৬০),বেগম(৩৫),লুতফা (৫০), সুফিয়া খাতুন (৫০), নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০) ।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।