
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেরকরোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়৭জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে৩জন করোনায় এবং৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মমেকহা’য় করোনা রোগী ভর্তি২৮৬জন।গতকাল মারা গিয়েছিল১০জন। এছাড়াবেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটে ভর্তি মোট ১৮জন রোগী চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৯আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া৩জনের মধ্যে ময়মনসিংহের ২জন, জামালপুরের ১জন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ ত্রিশালের মনির উদ্দিন (৯১),গৌরীপুরের খোদেজা (৭৫), জামালপুরের দেওয়ানগঞ্জের শহিদুল্লাহ (৫৫)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬জনের মধ্যে ময়মনসিংহের ৩জন, নেত্রকোণার ১জন রয়েছেন।তারা হলেন-ময়মনসিংহ নান্দাইলের মদিনা (২০) ও রুবিয়া (৬৪), গৌরীপুরের সুনীল পত্র নরীশ (৭৬), নেত্রকোনা সদরের পলাশ সরকার (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ২৮৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন সনাক্ত ১৮৩ ও ভর্তি হয়েছেন ৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১৩৩ জন ও ১৪ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায়৯৯৩নমুনা পরীক্ষা করে ১৮৭জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৮.৮৩ শতাংশ এবং এর আগেরদিন ১৮আগষ্ট ছিল ১৯.১৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ১৯আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায়৭জন ও উপসর্গ নিয়ে ১১জনসহ মোট১৮জন।নতুন ভর্তি হয়েছে ৭জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩জন।