ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু

ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের ২৫ দিনেই মারা গেছেন ২৮ জন। আর জুলাইতে ১২ জন। আক্রান্ত হয়ে গত মাসের চেয়ে চলতি মাসে তিনগুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৮ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৩০ জন। আগস্ট মাসের ২৫ দিনে ৬ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী ।তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৯০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৯৮৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১০৩ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ হাজার ৭২১ জন।